শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করার অনুমতি চেয়ে মামলা দায়ের হাইকোর্টে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করার অনুমতি চেয়ে মামলা দায়ের হাইকোর্টে। অভিযোগ রাজ্য পঞ্চায়েত নির্বাচনে হিংসায় প্ররোচনা দেওয়া। FIR দায়েরের আবেদন করেন সুমন সিং নামের এক আইনজীবী। FIR দায়ের করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হয়।
প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আজ বুধবার অন্য একটি মামলার শুনানিতে পূর্ববর্তী নির্দেশের প্রসঙ্গ টেনে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, ‘কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পর ওই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনও অপরাধের অভিযোগ ওঠে তখনও কি FIR করতে পারবে না পুলিশ?’ তাঁর প্রশ্ন, ‘যদি কোনও নির্দেশ অন্তঃসারশূন্য হয়, তাহলে কি সেই নির্দেশকে বাতিল করা বা ফিরিয়ে নেওয়া যায় না?’ আগামিকাল ফের এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।