ঘোষিত এশিয়া কাপের সূচি, ক্যান্ডিতে ভারত-পাক ম্যাচ ২ সেপ্টেম্বর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩ এশিয়া কাপ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ৩০ আগস্ট থেকে১৭ সেপ্টেম্বরের ওতে চলেছে। ভারত ও পাকিস্তান তাদের গ্রুপ ‘এ’ ম্যাচে ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে।
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে ভারত ও নেপালের সঙ্গে রয়েছে পাকিস্তান, আর ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
১৭ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে।
মহাদেশীয় ইভেন্ট, যা পাঁচ বছর পর ওডিআই ফরম্যাটে ফিরে আসছে, অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। ২০১৮-র সংস্করণে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছিল।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ২০২২ সালের মাঝামাঝি অনুষ্ঠিত আগের সংস্করণটি জিতেছিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপ ২০২৩ সম্পূর্ণ সময়সূচী
- ৩০ আগস্ট – পাকিস্তান বনাম নেপাল – মুলতান
- ৩১ আগস্ট – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ক্যান্ডি
- ১ সেপ্টেম্বর – বিরতি দিবস
- ২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ভারত – ক্যান্ডি
- ৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান – লাহোর
- ৪ সেপ্টেম্বর – ভারত বনাম নেপাল – ক্যান্ডি
- ৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – লাহোর
- ৬ সেপ্টেম্বর – সুপার 4s – A1 বনাম B2 – লাহোর
- ৭ সেপ্টেম্বর – ভ্রমণ দিবস
- ৮ সেপ্টেম্বর-ব্রেক ডে
- ৯ সেপ্টেম্বর – B1 বনাম B2 – কলম্বো
- ১০ সেপ্টেম্বর – A1 বনাম A2 – কলম্বো
- ১১ সেপ্টেম্বর – বিরতি দিবস
- ১২ সেপ্টেম্বর – A2 বনাম B1 – কলম্বো
- ১৩ সেপ্টেম্বর – বিরতি দিবস
- ১৪ সেপ্টেম্বর – A1 বনাম B1 – কলম্বো
- ১৫ সেপ্টেম্বর – A2 বনাম B2 – কলম্বো
- ১৬ সেপ্টেম্বর – বিরতি দিবস
- ১৭ সেপ্টেম্বর – ফাইনাল – কলম্বো