দিল্লি BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে কী সওয়াল উঠল খোদ দলের অন্দরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমিটি আসে কমিটি যায় কিন্তু কাজ কি হয়? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি খোদ দলের অন্দরেই প্রশ্ন উঠছে। বাংলায় পঞ্চায়েত ভোট মিটতেই, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে চার সদস্যর এক সংসদীয় প্রতিনিধি দলকে রাজ্যে পাঠিয়েছিলেন নাড্ডা। তিনদিনের সফর সেরে, সেই প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়েছে। সেই কমিটি ফিরে যেতে যেতেই, এক সপ্তাহের মধ্যে আরও এক পাঁচ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দলকে বাংলায় পাঠিয়েছেন নাড্ডা। কারণ একই।
বিজেপির দ্বিতীয় প্রতিনিধি দলের সকলেই মহিলা। বিজেপির মহিলা সাংসদদের প্রতিনিধি দল মঙ্গলবারই রাজ্যে পৌঁছে গিয়েছেন। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং প্রাক ও পরবর্তী পর্যায়ে মহিলাদের উপর অত্যাচারের যে’সব অভিযোগ উঠেছে, সেগুলোই খতিয়ে দেখবে প্রতিনিধি দল। দিল্লি ফিরে রিপোর্ট দেবেন তাঁরা। যা ঘিরে বিভ্রান্তি এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।
দলের অন্দরে শোনা যাচ্ছে, এর আগে বিজেপি এমন ধরণে একাধিক প্রতিনিধি দল বাংলায় পাঠিয়েছে। দিল্লিতে ফিরে তাঁরা রিপোর্টও দিয়েছেন, কিন্তু কোনও পদক্ষেপ চোখে পড়েনি বাংলায়। এই আবহে প্রতিনিধি দল গঠনের সারবত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। বিজেপির অন্দরের খবর, রাজনৈতিক ফায়দা তুলতে এহেন প্রতিনিধি দল গঠন খুবই জরুরি, তা করে আসছে গেরুয়া শিবির।