দেশ বিভাগে ফিরে যান

চন্দ্রযানের পর মহাকাশে আবার কী করছে ISRO?

July 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দ্রযান-৩-এর পর এবার পাখির চোখ সৌর অভিযানে। ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথভাবে ইসরো এক প্রকল্প হাতে নিয়েছে। রকেটের জন্য নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন তৈরি করবে তাঁরা। জানা গিয়েছে, ISRO এবং BARC যৌথভাবে রেডিও থার্মোইলেকট্রিক জেনারেটর তৈরি করছে। মহাকাশযানকে সক্রিয় করার ক্ষেত্রে বা এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন যান অনেক বেশি কার্যকর হয়।

জানা যায়, নাসার কাছে নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন রকেট রয়েছে। যার ইঞ্জিনের মধ্যে থাকে রেডিও থার্মো ইলেকট্রিক জেনারেটর বা প্লুটোনিয়াম ২৩৮। যা পুড়িয়ে তাপ উৎপন্ন হয়। ইসরো ও ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের উদ্যোগ সফল হলে, ভারতের মহাকাশ গবেষণার নয়া দিক উন্মোচিত হবে, এমনটাই মত দেশের বিজ্ঞানী মহলের।

চন্দ্র অভিযানের পর অন্যান্য মহাকাশ গবেষণাগুলির জন্যও তৎপর হয়েছে ইসরো। আগামী ২৬ আগস্ট আদিত্য এল ১ অর্থাৎ ইসরোর সৌর মিশন লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, ইসরো ২০২০-তে সূর্য অভিযানের উদ্যোগ নিলেও করোনার কারণে তা সে সময় সম্ভব হয়নি। জানা যাচ্ছে, সৌর অভিযানের ক্ষেত্রে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলকে হাতিয়ার করা হবে। সৌরজগত সম্পর্কে অনুসন্ধানের জন্যই মহাকাশ অভিযান, এমনই জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chandrayaan-3, #radio thermoelectric generators, #ISRO, #BARC

আরো দেখুন