জেনে নিন ৩০০ বছরের প্রাচীন ফালাকাটা পুজোর অজানা ইতিহাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩০০ বছর প্রাচীন পুজো ফালাকাটা। শোনা যায়, ফালাকাটা ঠাকুর নাকি স্বয়ং শিব। কথিত আছে, অতীতে তন্ত্র সিদ্ধি পাওয়ার জন্য দেবীচৌধুরানী এই মন্দিরে পুজো দেন। শোনা যায়, ও ভবানী পাঠকও এই মন্দিরে পজো দিতে আসতেন। সেই থেকে প্রতি বছর আমবাড়িতে চলে আসছে ফালাকাটা পুজো। ভক্তদের বিশ্বাস, ফালাকাটা ঠাকুরের পুজো করলে মনস্কামনা পূরণ হয়।
আমবাড়ি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চিরাচরিত রীতি অনুযায়ী এই পুজোতে রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে তিনটি বিগ্রহ তৈরি করেন এলাকার মানুষ। এছাড়াও এই মন্দিরে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। রাজগঞ্জ ব্লকের চটকিয়াভিটা এলাকাতেও এই দেবতার পুজো হয়।
আষাঢ় মাসে প্রতি শনিবার এবং মঙ্গলবার ফালাকাটা রাজার পুজো করা হয়ে থাকে। এই পুজো দিয়েই স্থানীয় লোকেরা আমন ধান রোপন শুরু করেন। রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ আসেন পুজো দিতে। জানা যায়, যাদের মনস্কামনা পূরণ হয়, তারা পরের বছর পুজোর সময় দেবতার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করেন। এই পুজো উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে বসে একদিনের মেলাও।