দেশ বিভাগে ফিরে যান

‘সংবিধান ভেঙে পড়েছে’ মণিপুরের ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের

July 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবারই মণিপুরের এক বিভীষিকাময় ঘটনা সামনে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। মণিপুরে দুই গণধর্ষিতা মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ঘটনা সামনে আসতে কার্যত প্রতিবাদ, ক্ষোভের আগুন জ্বলে গেছে দেশের নানা প্রান্তে। অভিযোগ, ৪ মে কাংপোকপি জেলায় ঘটনাটি ঘটেছিল।

এই বিষয়ে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জানতে চাইলেন এই ঘটনায় কেন্দ্র এবং মণিপুর সরকারের তরফে কী পদক্ষেপ করা হয়েছে? পাশাপাশি বললেন, ‘সরকার কোনও পদক্ষেপ না করলে আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করতে বাধ্য হবে।’ প্রধান বিচারপতি বলেন, ‘এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। সাম্প্রদায়িক সংঘর্ষের ক্ষেত্রে নারীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা সাংবিধান লঙ্ঘনের সবচেয়ে মারাত্মক নিদর্শন।’ তিনি আরও বলেছেন, ‘যে ভিডিওগুলি প্রকাশ্যে এসেছে তাতে আমরা গভীরভাবে আহত এবং হতবাক। সরকার ব্যবস্থা না নিলে আমরাই পদক্ষেপ করব।’ এদিকে ঘটনা নিয়ে সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার ফের এই বিষয়ে শুনানি হবে শীর্ষ আদালতে।

অন্যদিকে, টুইটার-সহ সমস্ত সমাজমাধ্যমকে একটি নির্দেশিকা দিয়ে কেন্দ্র জানিয়েছে ওই ভিডিও দ্রুত সরিয়ে নিতে হবে। এই নিয়ে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে কেন্দ্র। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে এমনই খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #Manipur

আরো দেখুন