রাজ্য বিভাগে ফিরে যান

ঘূর্ণাবর্তের ফলায় বঙ্গে মিটবে কি বৃষ্টির ঘাটতি? র‌ইল আবহাওয়ার UPDATE

July 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আংশিক মেঘলা আকাশ, কখনও বৃষ্টি, কখনও রোদ। কাটছে না ভ্যাপসা গরম। দরদরিয়ে ঘামছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। এই পরিস্থিতি থেকে কবে মিলবে মুক্তি? জানাল আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪-৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। এই মুহূর্তে বাংলার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

অন্যদিকে, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উপর এর খুব একটা প্রভাব পড়বে না। রাজ্যে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Weather Report, #West Bengal, #Weather forecast, #Rain

আরো দেখুন