শহিদ দিবসে মমতার ২১ বার্তা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ে শহিদ দিবসে ২৪-শের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটে দলের সব স্তরের নেতা-কর্মীদের রণকৌশল কী হতে পারে সেই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একনজরে দেখে নিন মমতার ২১ বার্তা
১) আমি খুশি, ২৪-শের আগে আমরা INDIA তৈরি করতে পেরেছি।
২) আমরা চেয়ারকে কেয়ার করি না। চাই বিজেপি বিদায় নিক। ওরা সব সীমা লঙ্ঘন করে ফেলেছে।
৩) নীতি আয়োগ বলছে, বাংলা এক বছরে ১১% দারিদ্র্যতা কমিয়ে দিয়েছে।
৪) কর্মসংস্থান দেশে কমেছে, বাংলায় ৪০% বেড়েছে কর্মসংস্থান।
৫) বিজেপি সংবাদমাধ্যম কিনে নিয়েছে। না বললে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স রেড করাবে।
৬) বাংলার বদনাম করছে বিজেপি।
৭) দয়া করে সন্ধ্যায় চায়ের আসর বসিয়ে বাংলার বদনাম করবেন না। (সংবাদ মাধ্যমদের প্রতি)
৮) কত দিন দলিত মরবে? কত দিন সংখ্যালঘুরা মারা যাবে?
৯) বাংলায় কাক ডাকলেও কেন্দ্রীয় দল আসে। বাংলায় ১৫৬ টা কেন্দ্রীয় দল এসেছে।
১০) বিজেপির নেতা বলে ‘আমি প্ল্যান করছি বাংলায় রাষ্ট্রপতি শাসন কীভাবে জারি করাব?’
১১) বিজেপি বাংলা ভাঙার চেষ্টা করে।
১২) কখনও দাম নিয়ে ভাবেন? নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কেন এত বেশি? পেট্রোলের দাম এত কেন?
১৩) কৃষক সার পাচ্ছে না।
১৪) ভোট এলেই প্রতিশ্রুতি আর জুমলা।
১৫) বিজেপি সরকারকে সরিয়ে দিলেই শান্তি আসবে।
১৬) সরাসরি মুখ্যমন্ত্রীতে তিন লক্ষ ফোন পেয়েছি। ষাট-সত্তর হাজার বার্ধ্যক ভাতার আবেদন এসেছে। সব করে দেব।
১৭) একশো দিনের কাজ আমরা দেব। সব জব কার্ড হোল্ডারদের কাজ দেব। নাম হবে খেলা হবে।
১৮) INDIA জিতবে, মোদী হারবে, বিজেপি হারবে। জয় INDIA। রোটি-কাপড়া-মকান ইয়ে হামারা হিন্দুস্থান
১৯) পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হল। কিন্তু গোলমাল হল তিন জায়গায়। ভাঙড়, ডোমকল, ইসলামপুর। আর কোচবিহারে গন্ডগোল হয়েছে।
২০) সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই।
২১) তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?