২১শে জুলাই শহিদ দিবস সমাবেশ ঘটনাক্রম – দেখুন এক নজরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ একুশে জুলাই, ইতিমধ্যেই জমতে শুরু করেছে ভিড়। আজ সব রাস্তা মিলবে ধর্মতলায়, নানান জেলা থেকে মানুষ এসেছেন শহরে। নানা প্রান্তের ক্যাম্প, শিবিরগুলো থেকে তাঁরা রওনা দিতে শুরু করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এটাই শেষ শহিদ শ্রদ্ধা দিবসের সভা। ভিক্টোরিয়া হাউসের সামনের একুশের শহিদ তর্পণের মঞ্চ থেকেই চব্বিশের মহারণের শপথ নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ‘এবার ইন্ডিয়া’র আহ্বান জানাবেন। মোদী-শাহকে উৎখাতের ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো।
বৃহস্পতিবার মঞ্চ পরিদর্শনে মমতা বলেছিলেন, ‘ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে (একুশে জুলাই) দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।’ গ্রাম বাংলার বিপুল সমর্থন পেয়েছেন মমতা, পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। মনে করা হচ্ছে, আজকের সভায় সেই জয়ের প্রতিফলনে ভিড় আরও বাড়বে। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন যুবক প্রাণ হারান। তাঁদের স্মরণে প্রতি বছর শহিদ তর্পণ আয়োজন করেন তৃণমূলনেত্রী। এবারের সভায় পঞ্চায়েত ভোটে নিহত তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতিও শ্রদ্ধা জানাবেন তিনি।
আজকের মঞ্চ থেকেই মোদী তথা বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হবেন মমতা-অভিষেক। চলতি সপ্তাহেই বিরোধী দলগুলি তৈরি করেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। মনে করা হচ্ছে, ইন্ডিয়া জোটকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াবেন তিনি। আজ গোটা দেশের নজর থাকবে সেদিকে। বৃহস্পতিবার বিকেলে মঞ্চের কাছে রাজপথে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি সন্ত্রাসের সওদাগর’। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি থেকে বিভাজন, অত্যাচার ও সন্ত্রাস; বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সুর চড়াবেন মমতা। মমতা ২০ জুলাই বলেছেন, মণিপুরে যে দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশবাসী, তা নারীসুরক্ষার দিকে আঙুল তুলতে বাধ্য করছে। বিজেপির শাসনকালে নারীদের প্রতি একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে। এবারের হিংস্রতার চরম সীমাকে ছুঁয়ে ফেলল। তাঁরা কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চান বলেন জানান তিনি।
দেখুন লাইভ-
১৪:১০: পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে?: মমতা
১৪:০১: রোটি-কাপড়া-মকান ইয়ে হামারা হিন্দুস্থান: মমতা
১৪:০০: INDIA জিতবে, মোদী হারবে, ভাজপা হারবে। জয় INDIA: মমতা
১৩:৫৯: একশো দিনের কাজ আমরা দেব। সব জব কার্ড হোল্ডারদের কাজ দেব। নাম হবে খেলা হবে।: মমতা
১৩: ৫৭: ষাট-সত্তর হাজার বার্ধ্যক ভাতার আবেদন এসেছে। সব করে দেব।: মমতা
১৩:৫৬: আরও কয়েকলক্ষ বার্ধক্য ভাতা দেব: মমতা
১৩:৫৫: সরাসরি মুখ্যমন্ত্রীতে তিন লক্ষ ফোন পেয়েছি: মমতা
১৩:৫৪: বিজেপি সরকারকে সরিয়ে দিলেই শান্তি আসবে: মমতা
১৩:৫৩: দয়া করে সন্ধ্যায় চায়ের আসর বসিয়ে বাংলার বদনাম করবেন না: মমতা
১৩:৫২: বাংলার বদনাম করছে বিজেপি: মমতা
১৩:৫২: ট্রেন দুর্ঘনায় এতো লোক মারা গেল, আমরা সবাইকে চাকরি দিয়েছি: মমতা
১৩:৫২: টমেটোর এত দাম কেন?: মমতা
১৩:৫১: বিজেপি বাংলা ভাঙার চেষ্টা করে। কখনও দাম নিয়ে ভাবেন? কৃষক সার পাচ্ছে না। পেট্রোলের দাম এত কেন? ভোট এলেই প্রতিশ্রুতি আর জুমলা: মমতা
১৩:৫১: বিজেপির নেতা বলে ‘আমি প্ল্যান করছি বাংলায় রাষ্ট্রপতি শাসন কীভাবে আনব?’
১৩:৫০: বাংলায় কাক ডাকলেও কেন্দ্রীয় দল আসে: মমতা
১৩:৪৯: কত দিন দলিত মরবে? কত দিন সংখ্যালঘুরা মারা যাবে?: মমতা
১৩:৪৮: বাংলায় কাক ডাকলেও কেন্দ্রীয় দল আসে: মমতা
১৩:৪৭: কত দিন দলিত মরবে? কত দিন সংখ্যালঘুরা মারা যাবে?: মমতা
১৩:৪৬: ২০০৩-এ বাম আমলে পঞ্চায়েত ভোটে ৮৯ জন খুন হয়েছিল: মমতা
১৩:৪৫: বিজেপি সংবাদমাধ্যম কিনে নিয়েছে। না বললে ইডি, সিবিআই, ইনকাম টাস্ক রেড করবে: মমতা
১৩:৪৩: বুথস্তরে নয়, ব্লকস্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে। বাড়ির একশো মিটার দূরে ক্যাম্প করে ঘেরাও কর্মসূচি হবে: মমতা
১৩:৪০: কর্মসংস্থান দেশে কমেছে বাংলায় ৪০% বেড়েছে: মমতা
১৩:৪২: নীতি আয়োগ বলছে বাংলা এক বছরে ১১% দারিদ্রতা কমিয়ে দিয়েছে: মমতা
১৩:৪১: আমরা চেয়ারকে কেয়ার করি না। চাই বিজেপি বিদায় নিক। ওরা সব সীমা লঙ্ঘন করে ফেলেছে: মমতা
১৩:৪০: আমি খুশি ২৪-শের আগে আমরা INDIA তৈরি করতে পেরেছি: মমতা
১৩:৩৯: ১০০ দিনের কাজের টাকা না দিলে দিল্লিতে ২রা অক্টোবর থেকে ধর্ণা: মমতা
১৩:৩১: মেয়েরা পুড়ছে, দেশ পুড়ছে, মণিপুর জ্বলছে বিজেপি? কোথায় আপনাদের ‘বেটি বাঁচাও’?
১৩:২৯: মণিপুরের মানুষদের জানাচ্ছি, আমরা আপনাদের সঙ্গে আছি
১৩:২৮: পঞ্চায়েতের ত্রি-স্তরে বিপুল জয়ের জন্য অভিনন্দন: মমতা বন্দ্যোপাধ্যায়
১৩:২৭: সভামঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়
১৩:২৭: একুশের মঞ্চে নচিকেতার সঙ্গীত পরিবেশন
১৩:২৬: একমাত্র সর্বশক্তিমানের কাছে তৃণমূল মাথানত করবে কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে করবে না: অভিষেক
১৩:২৫: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা, ৩৪১ ব্লকে গণ ঘেরাও কর্মসূচির ডাক: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:২৪: ৫ আগস্ট বিজেপি সব স্তরের নেতাদের বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাও করুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:২৩: ১০০ দিনের কাজের পাওনা টাকার আন্দোলন হবে দিল্লিতে। দিল্লি চলো: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:২২: ২ অক্টোবর দিল্লির চলোর ডাক: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:২১: একশো দিনের কাজের বকেয়া টাকা (সাড়ে সাত- আট হাজার কোটি টাকা) উদ্ধার করতে দিল্লির বুকে আন্দোলন হবে:অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:২০: একুশে জুলাই আকাশে বাতাসে একটাই বার্তা, চব্বিশে INDIA জিতবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:১৮: কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩.১৪ দেশে আওয়াজ উঠেছে আগামী চব্বিশে জিতছে কে? INDIA আবার কে? : অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:১৩: গণতন্ত্রে শেষ কথা জনতা বলে। তৃণমূলের সঙ্গে জনতা আছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:১০: সমাবেশে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
১৩:০৯: একুশের সভা মঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়
১৩:১২: রক্ষকের বেশে ভক্ষকদের বিরুদ্ধে আমাদের লড়াই। তারা সেবকের বেশে শাহেনশাহ : সায়নী ঘোষ
১৩:০৬: সমাবেশে বক্তব্য রাখছেন সায়নী ঘোষ
১৩:০৫: এক নদী রক্ত দেব, মমতা বন্দ্যোপাধ্যায় এগোবে: ফিরহাদ হাকিম
১৩;০২: আজকের লড়াই ভারতবর্ষ বাঁচানোর লড়াই। যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরুতে দিয়ে এসেছেন: ফিরহাদ হাকিম
১৩:০০: সমাবেশে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম
১২.৫৬ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আমরা পারি, বিরোধী দলগুলো এক হলে বিজেপি হঠবে : সুদীপ বন্দ্যোপাধ্যায়
১২.৫৫ সমাবেশে বক্তব্য রাখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
১২:৫৪: মমতাদি পাহাড়ের জন্যে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব পূরণ হয়েছে : অনিত থাপা
১২:৫৩: সমাবেশে বক্তব্য রাখছেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া সমাবেশে বক্তব্য রাখছেন অনিত থাপা
১২:৫১: সমাবেশে বক্তব্য রাখছেন জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া
১২:৫০: সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১২:৪৭: শাসনভার পরিবর্তনের ডাক এসেছে, দেশে নারীর অবমাননা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন : প্রতিমা মন্ডল
১২:৪৬: মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদস্পন্দন জনগণ : প্রতিমা মন্ডল
১২:৪১: সমাবেশে বক্তব্য রাখছেন সাংসদ প্রতিমা মন্ডল
১২:৩৫: বড়মা বীণাপানি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মেয়ের সম্পর্ক ছিল: বিশ্বজিৎ দাস
১২:৩৪: মতুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন কাজ করেছেন: : বিশ্বজিৎ দাস
১২:৩৩: সমাবেশে বক্তব্য রাখছেন বিশ্বজিৎ দাস
১২:৩২: চব্বিশে INDIA-কে কেউ হারাতে পারবে না। বাংলা থেকে আওয়াজ উঠবে, তা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে: শোভনদেব চট্টোপাধ্যায়
১২:৩১: কমিউনিস্ট পার্টি বিরোধিতা সহ্য করতে পারে না। প্রতিবাদ সহ্য করতে পারে না। তাই ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার হত্যা করতে চেয়েছিল : শোভনদেব চট্টোপাধ্যায়
১২:৩০: সমাবেশে বক্তব্য রাখছেন শোভনদেব চট্টোপাধ্যায়
১২:২৪: সমাবেশ স্থলে পৌঁছে শহিদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
১২:১৯: আগামীদিনে ভারতের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় : শিউলি সাহা
১২:১৮: সমাবেশে বক্তব্য রাখছেন শিউলি সাহা
১২:১৭: আদিবাসীদের কাছে আবেদন সময় এসেছে গর্জে উঠুন। মোদী সরকারকে উৎখাত করুন। বিজেপিকে না সরালে আদিবাসীর অস্তিত্ব থাকবে না। মণিপুর থেকে মধ্যপ্রদেশ সব জায়গায় আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে, গর্জে উঠুন : বীর বাহা হাঁসদা
১২:১৫: সমাবেশে বক্তব্য রাখছেন বীরবাহা হাঁসদা
১২:১৪: একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে চুঁচুড়া থেকে গঙ্গাবক্ষে রওনা দিলেন তৃণমূল কর্মীরা
১২:১২: সমাবেশে বক্তব্য রাখছেন প্রকাশ চিক বড়াইক
১২:১৩: গ্রামে গ্রামে উন্নয়ন পৌঁছেছে, নব জোয়ার, দিদির দূতের সাফল্যের প্রতিফলন হয়েছে পঞ্চায়েত ভোটে হয়েছে : প্রকাশ চিক বড়াইক
১২.০১ সমাবেশে বক্তব্য রাখছেন সুব্রত বক্সী
১১.৩০ তৃণমূলের ২১ শে জুলাই সমাবেশে জনতার সমাগম জনজোয়ারে পরিণত
১১.২৫ মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল
১০:৩০ ধর্মতলা প্রাঙ্গণে তৃণমূল সমর্থকদের জমায়েত
১০.০২ ২১ শে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সাইট থেকে
৯.৩৯ শহিদ স্মরণে টুইট করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘‘শহিদ দিবস আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে। আজ বাংলার সেই ১৩ জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে জীবন উৎসর্গ করেছিলেন। এঁদের থেকেই অনুপ্রাণিত হয়ে আমি ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।’’
৯.০০: বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের ২১ শে জুলাই সমাবেশে জনতার সমাগম