খেলা বিভাগে ফিরে যান

এমার্জিং কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত

July 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশ এ দলকে ৫১ রানে হারিয়ে এসিসি এমার্জিং কাপের ফাইনালে গেল ভারত এ দল। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে ভারতীয় স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

টস জিতে এদিন বাংলাদেশ এ দল প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত এ দলকে। পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি ভারত। ৪৯.১ ওভারে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২১১ রানে।

ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরুর পরও মাঝের ওভারে ৬৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।

ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন যশ ধূল। ৮৫ বলে ৬৬ রান করেন তিনি। তাঁর পরেই রয়েছেন অভিষেক শর্মা। তিনি করেন ৩৪। বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদি হাসান, তানজিম ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান (৫১)। মহম্মদ নইম করেন ৩৮ রান। ভারতীয় বোলারদের নিশান্ত সিঁধু পাঁচ উইকেট নেন।

আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফলে রোববার ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের ‘এ’ দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India vs Bangladesh, #Nishant Sindhu, #ACC Mens Emerging Teams Asia Cup, #pakistan

আরো দেখুন