শুভেন্দুর ক্ষেত্রে বিচারপতি মান্থার কোন রায় খারিজ করল হাইকোর্ট?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন নেই, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এমনটাই জানাল। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার আগে আদালতের অনুমতি প্রয়োজন বলে যে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা দিয়েছিলেন, তা কার্যত খারিজ হয়ে গেল।
গত বছর বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআরের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর করার ক্ষেত্রে আদালতের আগাম অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ ও সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শীর্ষ আদালত মামলা ফের হাইকোর্টেই ফিরিয়ে দেয়। মামলাটি এখনও বিচারাধীন। এর মধ্যে নয়া একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুমন সিংহ নামে এক আইনজীবী।
আদালত জানিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআরের কোনও বাধা থাকছে না। আদালত আরও জানিয়েছে, কোনও অভিযোগ জমা পড়লে যথাযথ ও সচেতনভাবে তা খতিয়ে দেখতে হবে। অভিযোগের সারবত্তা থাকলেই অভিযোগ করা যাবে। সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপাল ফৌজদারি মামলায় রক্ষাকবচ পেয়ে থাকেন। মামলার পর্যবেক্ষণে তা মনে করিয়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে পুলিশ। তারপর তা ডিজিকে পাঠাতে হবে। ডিজি সেই রিপোর্ট আদালতে জমা দেবেন। আদালত অনুমতি দিলে, তবেই বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা যাবে। চার সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে।