খেলা বিভাগে ফিরে যান

WI vs IND: ২য় দিনে বিরাটের শতরান, ইন্ডিজের সামনে ৪৩৮ রান India-র

July 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিনে ব্যাট হাতে দাপট দেখায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩৮ রান করলেন ভারতীয় ব্যাটাররা। মূলত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের সামনে এই রান খাড়া করে ভারত।

বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচ শতরানে স্মরণীয় করে রাখেন। অর্ধশতরান করেন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই ওপেনার তেজরানারণ চন্দ্রপলের উইকেট খুইয়ে বসেছে। শেষ দিকে নেমে রবীচন্দ্রন অশ্বিন (৫৬) রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেট নেন জোমেল ওয়ারিকন(৩)। ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ৮৬/১।

তৃতীয় দিনে জমাট ব্যাটিংয়ে পালটা দিতে না পারলে পোর্ট অফ স্পেনে পিছিয়ে পড়বে ক্যারিবিয়ান দল। এখনও ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs WI, #India, #Cricket, #West Indies, #Test Cricket

আরো দেখুন