ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দির ঘিরে রয়েছে কোন ইতিহাস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য শৈবক্ষেত্র, সাধু, সন্ন্যাসী ও সাধকরা যুগে যুগে উত্তরবঙ্গকে সাধনক্ষেত্র বানিয়েছেন। উত্তরবঙ্গের এক তীর্থক্ষেত্র হল ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দির। এই মন্দির কবে তৈরি হয়েছিল, কে গড়ে তুলেছিলেন, সে’সব আজও অজানা। বলা ভাল রহস্যে ঢাকা।
ময়নাগুড়ি থেকে ১০ কিলোমিটার দূরে জলঢাকা নদীর কাছেই রয়েছে জটিলেশ্বর মন্দির। একদল গবেষকের মতে, মন্দিরটি পাল যুগে তৈরি হয়েছে। আবার অনেকের মতে মন্দিরটি তৈরি হয়েছিল গুপ্ত যুগ। প্রত্নতত্ববিদদের মতে, মন্দিরটি নবম শতকের। অর্থাৎ মন্দিরের বয়স হাজার বছরেরও অনেক বেশি।
জনশ্রুতি রয়েছে, মন্দিরটি বয়সে আরও প্রাচীন। এক দলের দাবি, ৩২০ থেকে ৬০০ সালের মধ্যে মন্দিরটি তৈরি হয়েছিল। প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে জটিলেশ্বরের মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়। ভক্তরা যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্দিরে আসেন। ভক্তদের বিশ্বাস, মন্দিরের শিব অত্যন্ত জাগ্রত। বাবা জটিলেশ্বর ভক্তদের খালি হাতে ফেরান না। সমস্যা যতই কঠিন এবং জটিল হোক, শিবের কৃপায় ভক্তরা সমস্যা থেকে মুক্তি পান। এমনই বিশ্বাস ভক্তদের।