খেলা বিভাগে ফিরে যান

রানের পাহাড় ভারতের, পঞ্চম দিনে ৩৬৫ রান তাড়া করে জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজ?

July 23, 2023 | < 1 min read

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৪৩৮/১০ ও ১৮১/২ ডিক্লেয়ার
ওয়েস্ট ইন্ডিজ ২৫৫/১০ ও ৭৬/২
(চতুর্থ দিন অবধি)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম টেস্ট সহজেই জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের উইকেট পেতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় বোলারদের। কোহলির সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলে ভারত।

তৃতীয় দিনে আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা। ওয়েস্ট ইন্ডিজের রান পাঁচ উইকেটের বিনিময়ে ২২৯। আলিক আথানেজ ৩৭ ও জেসন হোল্ডার ১১ রান করে অপরাজিত ক্রিজে রয়েছেন। চতুর্থ দিনের শুরুতে খারাপ ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। ২৫৫ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। ৫ উইকেট নেয় সিরাজ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের রোহিত শর্মা ও ঈশান কিষাণ অর্ধশতরান করেন। রোহিত করেন অপরাজিত ৫৭ ও ঈশান করেন অপরাজিত ৫২ রান। ১৮১/২ এ ভারত ডিক্লেয়ার করে তাদের ইনিংস। ৩৬৪ রানে এগিয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজ কে জেতার জন্য ৩৬৫ লক্ষমাত্রা দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৬ রান করেছে ক্যারিবিয়ান টিম। দুটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#india vs west indies, #test match

আরো দেখুন