শুরু হল শুটিং, এবার পুজোয় দশম অবতার নিয়ে হাজির হচ্ছেন সৃজিত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছর পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। কলকাতার বুকে ২১ জুলাই থেকে শুরু হল ছবির শ্যুটিং। ২০ জুলাই লঞ্চ করেছে ছবির লোগো। পুজোর সময় দেবের বাঘা যতীন, উইন্ডোজ প্রোডাকশন হাউজের রক্তবীজ এবং অরিন্দম শীলের মিতিন মাসির সঙ্গে জোর টক্কর দেবে দশম অবতার।
এই প্রথম বাংলায় তৈরি হচ্ছে Cop ইউনিভার্স। দশম অবতার ছবিটি ২২ শ্রাবণ এবং ভিঞ্চি দার মিশেল। ২২ শ্রাবণের সিরিয়াল কিলিং এক্সপার্ট প্রবীর রায়চৌধুরী আছেন, আবার ভিঞ্চি দার বাঘা পুলিশ অফিসার ডিসিডিডি বিজয় পোদ্দারও আছেন। তবে দশম অবতার আদতে ২২ শ্রাবণের প্রিক্যুয়েল। ছবিতে অভিনয় করছেন, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। অনুপম রায়, রূপম ইসলাম এবং ইন্দ্রদীপ দাশগুপ্তরা সামলাচ্ছেন গানের দায়িত্ব। গান গাইবেন রূপম, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।
শুটিং শুরুর খবর মিলতেই দর্শকদের উত্তেজনার পারদ বাড়তে আরম্ভ হয়েছে। ছবি কলাকুশলীদের ছবি প্রকাশ্যে আসতেই, দর্শকদের বক্তব্য জমজমাটি কিছু তৈরি হতে চলেছে। ক্রাইম থ্রিলার নিয়ে আবার পুজোর ছুটি মাতাতে আসছেন সৃজিত। ছবির লোগোতে লাল রক্তের মধ্যে কালো দিয়ে লেখা ‘দশম অবতার’। বাগবাজার বসুবাটী অর্থাৎ যেখানে ২২ শ্রাবণ্য-র শেষ দৃশ্যের শুটিং হয়েছিল সেই বাড়িতেই ২০ জুলাই ছবির লোগো মুক্তি পেয়েছে। ছবির প্রযোজনা করেছে এসভিএফ এবং জিও স্টুডিওজ। আপাতত পুজোর অপেক্ষা।