দেশ বিভাগে ফিরে যান

এবার এই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অশান্তি, ঘেরাও খোদ মুখ্যমন্ত্রী

July 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অশান্তি। এবার বিজেপির-এনপিপি শাসিত মেঘালয়ে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে তুরাতে তাঁর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীরা ঘেরাও করে রেখেছেন বলে জানা যাচ্ছে। মেঘালয়ের পিএইচই মন্ত্রীর সঙ্গে ভিতরে থাকাকালীন তাঁর অফিসে পাথর ছোঁড়া হয়। তুরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করার দাবিতে গোষ্ঠীগুলি গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যাচ্ছে কার্যালয়ে জনতার হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে মুখমন্ত্রী সাংমা অক্ষত। তবে তিনি এখনও তুরাতে তার অফিসের ভিতরে রয়েছেন কারণ শত শত লোক কম্পাউন্ডটি ঘিরে রেখেছে।

গারো পাহাড়ভিত্তিক সুশীল সমাজের দলগুলো তুরায় শীতকালীন রাজধানী স্থাপনের দাবিতে অনশন করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Conrad Sangma, #Tura, #Protestors, #Meghalaya

আরো দেখুন