কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে INDIA : সূত্র
July 25, 2023 | < 1min read
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে INDIA : সূত্র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা, জনজাতি ও গোষ্ঠী সংঘর্ষে উত্তাল গোটা মণিপুর। প্রায় আশি দিন অতিক্রান্ত, এখনও ফেরেনি শান্তি। বাদল অধিবেশনের প্রথম দিন থেকে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষ। এবার মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি বিরোধী INDIA জোটের সাংসদরা, এমনই খবর শোনা যাচ্ছে দিল্লির অলিন্দে। শোনা যাচ্ছে, বিরোধী সাংসদরা সংসদের নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। অন্যদিকে, মণিপুর প্রসঙ্গে আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে রাজ্যসভায় বিরোধী সাংসদদের লড়াই চলছে।