রাজ্যসভায় বিরোধী দলনেতার মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ
July 25, 2023 | < 1min read
রাজ্যসভায় বিরোধী দলনেতার (মল্লিকার্জুন খড়গে) মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অশান্তি, হিংসাপীড়িত মণিপুরকে কেন্দ্র করে উত্তাল সংসদের বাদল অধিবেশন। মণিপুর নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন বিজেপি বিরোধী INDIA জোটের সাংসদরা। এরই মধ্যে রাজ্যসভায় বিরোধী দলনেতার (মল্লিকার্জুন খড়গে) মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটে লেখেন, ‘আজ রাজ্যসভায় বিরোধী দলনেতার মাইক্রোফোন সুইচ অফ করে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান INDIA জোটের সব দলগুলো এই ঘটনার প্রতিবাদে ওয়াক আউট করে। সংসদভবনকে ‘ডিপ ডার্ক চেম্বার’ (গভীর অন্ধকারাচ্ছন্ন ঘর) বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।
This happened in Rajya Sabha today. THE MICROPHONE OF THE LEADER OF THE OPPOSITION WAS SWITCHED OFF. Every INDIA party walked out in protest