অশান্ত মণিপুরে এবার মায়ানমার থেকে ঢুকে পড়ল ৭০০-র ওপর শরণার্থী
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মণিপুর সরকার আসাম রাইফেলসের কাছে একটি বিশদ প্রতিবেদন চেয়েছে যে কী ভাবে ৩০১জন শিশু সহ মায়ানমারের ৭১৮ জনেরও বেশি শরণার্থীকে ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে মাত্র দুই দিনে “যথাযথ ভ্রমণ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল”।
মণিপুরের মুখ্য সচিব বিনীত যোশি সোমবার গভীর রাতে আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে অতীতে একই ধরণের সমস্যায় রাজ্য সরকার স্পষ্টভাবে অসম রাইফেলসকে জানিয়েছিল, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত রক্ষী বাহিনী যেন বৈধ ভিসা/ভ্রমণ নথি ছাড়াই যে কোনও ভিত্তিতে মায়ানমারের নাগরিকদের মণিপুরে প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়।
আসাম রাইফেলস এর আগে চান্দেল জেলার ডেপুটি কমিশনারকে জানিয়েছিল যে খাম্পাতে চলমান সংঘর্ষের কারণে ৭১৮ জন উদ্বাস্তু ভারত-মিয়ানমার সীমান্ত অতিক্রম করেছে এবং ২৩ জুলাই চান্দেল জেলার মধ্য দিয়ে মণিপুরে প্রবেশ করেছে।