রাজ্য বিভাগে ফিরে যান

ডেঙ্গু নিয়ে নয়া গাইডলাইনে কী জানাল রাজ্য?

July 25, 2023 | < 1 min read

ডেঙ্গু নিয়ে নয়া গাইডলাইনে কী জানাল রাজ্য?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছর এখনও চোখ রাঙানি দেখায়নি ডেঙ্গু। কিন্তু বর্ষা আসতেই ডেঙ্গু নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য। আগেভাগে রাজ্যবাসীকে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর। নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য।

কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?

রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নিচে নেমে গেলে, তবেই জীবনদায়ী প্লেটলেট দিতে হবে।

যাঁদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, তাঁদের ক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার দরকার নেই।

কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে তা উল্লেখ করতে হবে।

বিভিন্ন জেলার হাসপাতাল এবং ব্লাড ব্যাঙ্কে ইতিমধ্যে নয়া গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Preventive Measures, #dengue, #Prevention

আরো দেখুন