বিধানসভায় কবে কোন দপ্তরের প্রশ্নোত্তর, কীভাবে জানা যাবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। অধিবেশন চলাকালীন সওয়াল-জবাবে জমে ওঠে বিধানসভার অলিন্দ। সোম থেকে শুক্র, দৈনিক বিভিন্ন দপ্তরের প্রশ্নোত্তর পর্ব থাকে রাজ্য বিধানসভার অধিবেশনে।
অধিবেশনে কোন দিন কোন দপ্তরের উপর প্রশ্নোত্তর হবে, তার নতুন দিনক্ষণ জানানো হয়েছে। সোমবার বুলেটিন প্রকাশ করে নয়া দিনক্ষণ জানানো হয়েছে, বিধানসভার সচিবালয় তরফে।
সচিবালয়ের নয়া বুলেটিন অনুযায়ী মুখ্যমন্ত্রী অধীনে থাকা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, পরিবেশ, পরিকল্পনা ও পরিসংখ্যান, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের প্রশ্নোত্তর হবে সোমবার। এতদিন মুখ্যমন্ত্রীর অধীনস্থ দপ্তরগুলির প্রশ্নোত্তর হত শুক্রবার। এবার থেকে পঞ্চায়েত ও পরিবহণ দপ্তরের প্রশ্ন হবে সোমবার। মঙ্গলবার হবে অর্থদপ্তরের প্রশ্নোত্তর। কৃষি দপ্তরের সওয়াল-জবাব হবে বুধবার।