রাজ্য বিভাগে ফিরে যান

কবে আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন? অগ্রাধিকার পেতে চলেছে কিসে ?

July 25, 2023 | < 1 min read

কবে আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন? ছবি: ফাইল চিত্র

নিউজ্জজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছর, নভেম্বরের ২১ ও ২২ তারিখ বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। এবারের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পক্ষেত্রে বাংলার সাফল্যকে তুলে ধরে আরও বিনিয়োগ আনতে উদ্যোগী নবান্ন।

সোমবার শিল্প সম্মেলন নিয়ে শিল্প, ক্ষুদ্র শিল্প, স্বাস্থ্য, পরিবহণ ইত্যাদি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক সারেন বাংলার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। দিল্লি, চেন্নাই, চণ্ডীগড় এবং মুম্বইতে শিল্প সম্মেলনকে সামনে রেখে রোড শোর আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বিভিন্ন রাজ্যে রোড শোগুলিতেও ক্ষুদ্র শিল্পের বিষয়টি তুলে ধরা হবে। বাংলায় ক্ষুদ্র শিল্পের প্রসারে রাজ্য সরকার কী কী সুবিধা দিচ্ছে তাও জানানো হবে ভিন রাজ্যের শিল্পোদ্যোগীদের। ক্ষুদ্র শিল্পে এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। রাজ্যের লক্ষ্য ক্ষুদ্র শিল্পে প্রথম স্থান দখল করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal Global Business Summit, #Bgbs 2023

আরো দেখুন