দেশ বিভাগে ফিরে যান

ICSE কি ২০২৪-শেই শেষ? বোর্ড পরীক্ষা কবে দেবে পড়ুয়ারা?

July 25, 2023 | < 1 min read

ICSE কি ২০২৪-শেই শেষ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হলে, ২০২৫ সালের আইসিএসই দশমের পরীক্ষা ঘিরে তৈরি হবে অনিশ্চিয়তা। তবে কি ২০২৪ সালেই শেষ হবে আইসিএসই পরীক্ষার পথচলা? পড়ুয়ারা কী সেক্ষেত্রে দ্বাদশে প্রথম বোর্ড পরীক্ষা দেবে? সোমবার সেই জল্পনাই উস্কে দিয়েছেন খোদ সিআইএসসিই চিফ এগজিকিউটিভ তথা সচিব জেরি অ্যারাথুন। নয়া শিক্ষা নীতি কার্যকর করতে কলকাতার লালা লাজপত রাই সরণীতে স্কুলগুলির প্রশিক্ষণ শুরু করেছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস বা সিআইএসসিই। সেখানেই এমন মন্তব্য করেন জেরি অ্যারাথুন। সিআইএসসিই তাদের অনুমোদিত স্কুলে আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ পরীক্ষাগুলি নেয়। নয়া শিক্ষানীতি কার্যকর হলে, তেমনটা আর হবে না। সেখানেই আইসিএসই বন্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র সুপারিশ অনুযায়ী, স্কুলে কেবল একটিই বোর্ড পরীক্ষা থাকবে। তা শুধুমাত্র দ্বাদশ শ্রেণিতেই হবে। দশম শ্রেণির পরীক্ষা স্কুলের বার্ষিক পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। তাতে বোর্ডগুলির কোনও ভূমিকা থাকবে না। নয়া শিক্ষানীতির বাস্তবায়নের জন্য ২০২৪ সালের আইসিএসই এবং আইএসসি পরীক্ষাতে বদল আনা হচ্ছে। সব বিষয়ে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য ১০ নম্বর করে বরাদ্দ থাকবে।

পাকাপাকিভাবে দশম শ্রেণির পরীক্ষা তুলে দেওয়ার পথেই এগোচ্ছে সিআইএসসিই, আদতে কী হবে, তা সময় বলবে। জেরি অ্যারাথুনের কাছে জানতে চাওয়া হয়েছিল, আইসিএসই যদি উঠে যায় তাহলে দশমের পরীক্ষা কি স্কুলের পরীক্ষায় পরিণত হবে? তিনি যাবতীয় বিষয়, শিক্ষামন্ত্রকের দিকে ঠেলে দিচ্ছেন, শিক্ষামন্ত্রকের বক্তব্য অনুযায়ী সিআইএসসিই পদক্ষেপ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#NEP, #National Education Policy, #Board examination, #Education, #India, #ICSE

আরো দেখুন