বিনোদন বিভাগে ফিরে যান

নমস্কার কলকাতা, কেমন আছো সবাই? – ছবি বাংলায় প্রচারে চমক এই অভিনেত্রীর

July 26, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রণভীর ও আলিয়া অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তার আগে সম্প্রতি কলকাতা এসে বাংলায় কথা বলে বাঙালি দর্শকদের চমকে দিলেন এই জুটি। সঙ্গে নিয়ে এলেন ছবির নতুন গান। তিলোত্তমার বুকে তাঁদের নতুন নৃত্য সঙ্গীত ‘ধিন্ডোরা বাজে রেও’ মুক্তি পেল। সেই গানটির দৃশ্য ছিল দুর্গা পূজা উদযাপনের মুহুর্ত।এই গানে লাল রঙের পোশাকে হৃদয়স্পর্শী নাচের ভূমিকায় দেখা গেল তাঁদের। এই গানটি বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফি এবং দর্শন রাভাল এবং ভূমি ত্রিবেদী গেয়েছেন।

সম্প্রতি এই ইভেন্টের একটি ভিডিও এবং বেশ কিছু নেপথ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আলিয়া। যেখানে তিনি বাংলায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে ভিডিও এবং ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রকি অর রানি কি কলকাতা কি কাহানি (রকি এবং রানির কলকাতার গল্প)। ৩ দিনের মধ্যে দেখা হবে!! রকি অর রানি কি প্রেম কাহানি এই শুক্রবার সিনেমা হলে।”’

এই অনুষ্ঠানের আগে তাঁকে বাংলা লাইনের মহড়া দিতে দেখা যায়। তিনি মঞ্চে লাইনগুলি ভুলে গিয়েছিলেন, কিন্তু কিছু প্রচেষ্টা এবং রণবীরের কাছ থেকে সাপোর্ট পাওয়ার পরে, তিনি অবশেষে বাংলায় ভক্তদের শুভেচ্ছা জানাতে সক্ষম হন।

আজকের অনুষ্ঠানে ঝুলন্ত কানের দুলের সাথে গোলাপী এবং লাল শাড়িতে বেশ সুন্দর লাগছিল আলিয়াকে। রণবীর সাদা শার্ট এবং কালো প্যান্ট পরেছিলেন। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে আলিয়া একটি সোফায় বসে একটি ট্যাবলেটের সাহায্যে বাংলা লাইনের মহড়া দিচ্ছেন।

এর পরেই এই অনুষ্ঠানে আলিয়া বাংলায় বলেন। ভিডিওতে দেখা গেছে আলিয়া তাঁর বাংলা বক্তৃতার প্রথম কয়েকটি শব্দের পরে তাঁর লাইন ভুলেগিয়েছেন। ‘নমস্কার কলকাতা, কেমন আছো সবায় (সবাই)? তোমাদের সবাইকে…’ বলেই পরের শব্দ ভুলে যান তিনি। তাঁর কথা মাঝপথে থামিয়ে তিনি তখন বলেছিলেন, “আমি আমার লাইন ভুলে গেছি, ম্যানে রিহার্সে কিয়া থা (আমি রিহার্সেল করেছিলাম)।”

তাকে নিয়ে মজা করে রণবীর সিং বলেন, “এত কিউট ইয়ার, তু হোমওয়ার্ক করকে আয় থি, পরীক্ষার সময় পে ভুল গাই (আসার আগে তুমি তোমার হোমওয়ার্ক করেছিলে, তারপরও তুমি তোমার লাইন ভুলে গেছ)।”

অবশেষে, তিনি বলেন, “কেমন আছো সবাই। নমস্কার কলকাতা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখানে আসার জন্য আজ আমি খুব খুবই এক্সসাইটেড। আশা করি তোমাদের সবার আমার নতুন গান ধিন্ডোরা খুব ভালো লাগবে। আমি দুঃখিত, ম্যায় কাল সুবাহ সে আমি এই লাইনগুলো শিখছি অর ইয়াহা আকে, আপকা সারা চেহরা দেখে কে, লাল রং দেখ কে মে ভুল গাই (গতকাল সকাল থেকে এই লাইনগুলো রিহার্সাল করছি কিন্তু তোমাকে লাল রঙে দেখে আমি সব ভুলে গেছি) কিন্তু আমি চেয়েছিলাম আপনাদের বাংলায় শুভেচ্ছা জানাতে।”

মা হওয়ার পর এই প্রথম বড় পর্দায় ফিরেছেন আলিয়া। তাঁর বাংলা বলার দক্ষতায় মুগ্ধ অনুরাগীরা। অনেক নেটিজেনরা বলেছেন আলিয়া খুব সুন্দর চেষ্টা করেছেন। কেউ কেউ আবার আলিয়া ভাটের বাংলা উচ্চারণেরও প্রশংসা করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Alia Bhatt, #Ranveer Singh, #Rocky Aur Rani Ki Prem Kahani

আরো দেখুন