পরপর তিন ম্যাচে জেতার পর কালীঘাটের কাছে আটকে গেল মোহনবাগান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগে কোচ জুয়ান ফার্নান্দো ও বিশ্বকাপার কামিন্সের সামনে কালীঘাটের কাছে আটকে গেল মোহনবাগান। টানা তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকের পর বুধবার কালীঘটের কাছে ধাক্কা খেল পালতোলা নৌকা। ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন ক্লাব।
বুধবার নিজেদের মাঠে খেলা ছিল মোহনবাগানের। খেলার শুরুতে মাঠে আসেন কোচ জুয়ান। সঙ্গে ছিলেন কামিন্স, সাদিকু ও অনিরুদ্ধ থাপাদের মতো তারকা। ম্যাচে ২৯ মিনিটে পিছিয়ে যায় বাগান। কালীঘাটের করণ চাঁদ মূর্মূ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন। মোহনবাগান সমতা ফেরায় বিরতির কিছু আগেই। সুহেল ভাট পেনাল্টি থেকে গোল করেন। অতিরিক্ত সময়ে এসে মোহনবাগান একটি গোল করে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ফলে জয় হাতছাড়া হয়ে যায় সবুজ মেরুনের।
গত ম্যাচগুলিতে দুরন্ত জয়ের পরে বাগান ফুটবলাররা যে আত্মতুষ্টিতে ভুগেছেন, সেটি ম্যাচের ফলেই পরিষ্কার হয়ে গিয়েছে। খেলায় একাধিক গোল নষ্ট করেছেন তাঁরা। মাঠে ছিলেন সিনিয়র দলের কোচ জুয়ান ফার্নান্দো। জুনিয়র দলের পারফরম্যান্স ভাল লাগেনি কোচের।