খেলা বিভাগে ফিরে যান

এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পেল ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল

July 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে এশিয়ান গেমস ফুটবল খেলতে যাওয়ার ছাড়পত্র পেল ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল।

জাতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছিলেন। জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীও এক সাক্ষাৎকারে এশিয়ান গেমসে অংশ নেওয়ার গুরুত্ব সম্পর্কে বলেন। অবশেষে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করেন, ”ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আমাদের পুরুষ ও মহিলা ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নেবে। যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রক, ভারত সরকার অংশগ্রহণের নিয়ম শিথিল করেছে।”

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নীতি অনুযায়ী, কোনও দলগত খেলায় এশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই দল পাঠানো হয়। অর্থাৎ, বিবেচনা করা হয় পদক পাওয়ার সম্ভাবনা কতটা। সেই নিরিখে ফুটবল দলের এশিয়ান গেমসের ছাড়পত্র পাওয়ার কথা ছিল না। কারণ এশীয় ক্রমতালিকায় সুনীলেরা রয়েছেন ১৯ নম্বরে। এই নিয়মের অবশ্য ব্যতিক্রম রয়েছে। নির্দিষ্ট কোনও খেলার সাম্প্রতিক পারফরম্যান্স ভাল হলে সংশ্লিষ্ট খেলার বিশেষজ্ঞ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ চায় কেন্দ্র। তার ভিত্তিতে বিশেষ অনুমতি দেওয়া হয়। পুরুষ এবং মহিলা ফুটবল দলকেও সেই বিশেষ অনুমতি দেওয়া হল। উল্লেখ্য, এশিয়ান গেমসের ফুটবলে ভারত শেষ বার অংশগ্রহণ করেছিল ২০১৪ সালে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Football, #Sunil Chhetri, #Indian Football Team, #asian games 2023

আরো দেখুন