দেশ বিভাগে ফিরে যান

BJP-র অস্বস্তি বাড়াল উত্তর-পূর্বের জোট শরিক, কী বলছে MNF?

July 26, 2023 | < 1 min read

BJP-র অস্বস্তি বাড়াল উত্তর-পূর্বের জোট শরিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুর হিংসা নিয়ে অস্বস্তিতে বিজেপি, বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে মোদী সরকার। এরই মধ্যে বিজেপির অস্বস্তি বাড়াল উত্তর-পূর্বের আরেক জোট শরিক, মিজো ন্যাশনাল ফ্রন্ট। এমএনএফ প্রধান, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানালেন, মোদী সরকারকে ভয় পায় না তাঁর সরকার বা দল।

চলতি বছরে মিজোরাম বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজ্যের ভোটের প্রাককালে আইজলে দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতে রাজনৈতিক দলগুলি অনেক সময়ই জোট গঠন করে। এমএনএফ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক। সে’কারণে এনডিএর নীতি এবং উদ্দেশ্য মেনে চলতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁরা জি সাহেব বলে চলেন না। সম্প্রতি মোদী সরকার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করছে। ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে দলের আপত্তির কথা স্পষ্ট করেছেন জোরামথাঙ্গা। এনডিএর বৈঠকেও অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছেন জোরামথাঙ্গা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Mizoram, #Zoramthanga, #mnf

আরো দেখুন