আগামী ২৯ ও ৩০ জুলাই মণিপুর যাচ্ছেন INDIA জোটের প্রতিনিধিরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুর ইস্যুতে উত্তাল গোটা দেশ। এই নিয়ে সংসদের ভেতরে বাইরে বিরোধী জোটের বাড়ছে আক্রমণের ঝাঁঝ। এই নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে চলেছে INDIA জোট। এবার মণিপুর যাচ্ছে এই জোটের ২৬ দলের প্রতিনিধিরা। জানা গিয়েছে আগামী ২৯ ও ৩০ জুলাই দু’দিনের জন্য সাংসদরা যাবেন মণিপুরে। তবে কে কে এই দলে থাকবেন তার সম্পূর্ণ তালিকা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, হিংসাবিধ্বস্ত মণিপুরে তৃণমূল ও কংগ্রেস নেতারা গিয়ে এলাকা পরিদর্শন করেছেন। এই প্রথমবার ইন্ডিয়া জোটের সাংসদরা যাবেন অগ্নিগর্ভ মণিপুরে।
এর আগে লোকসভায় অনাস্থা অন্যদিকে রাজ্যসভায় রুল ২৬৭ অনুযায়ী মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধীরা। মোদী সরকারের উপরে চাপ বাড়িয়ে আরও কয়েক ধাপ এগোনোর কৌশল বজায় রেখেছে বিরোধীরা। তবে বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধীরা। অধিবেশন শুরুর আগে বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠকেও মণিপুর নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসাবে একটি দল মণিপুরে যাবেন।