দেশ বিভাগে ফিরে যান

জুমলা ও মোদী সরকার: হ্যাট্রিকের আশায় কী ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী?

July 27, 2023 | < 1 min read

হ্যাট্রিকের আশায় কী ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর দাবি টানা তৃতীয়বার কেন্দ্রে ফিরতে চলেছে বিজেপি, শুধু তাই নয়; প্রধানমন্ত্রীর গদিতেও নিজেকেই দেখছেন তিনি। আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার মোদী বলেন, ২০২৪ সালে বিজেপির জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর মন্তব্যের মধ্যে ঔদ্ধত্যের আস্ফালন দেখছেন। কেবল ক্ষমতায় ফেরা নয়, তৃতীয়বার সরকারে এসে কী করবেন তাও বলে দিচ্ছেন মোদী। একেই মোদীর নবতম জুমলা বলে কটাক্ষ করছে নানা মহল।

মোদীর দাবি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। মোদী বলেন, “তৃতীয়বার যখন ক্ষমতায় ফিরব তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভার‍ত। প্রধানমন্ত্রী হিসেবে আমার তৃতীয় দফায় বিশ্বের সেরা তিনটি অর্থনীতির মধ্যে একটি দেশ হবে ভারত, এটাই মোদী গ্যারান্টি।”

এখানে সমালোচকরা মোদী প্রতিশ্রুতিগুলো স্মরণ করাচ্ছেন। যেগুলো কাঁঠালের আমসত্ত্ব ছাড়া আর কিছুই নয়।

জুমলা নম্বর এক: প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা পৌঁছবে।


জুমলা নম্বর দুই: ২০২৪ সালের মধ্যে ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছবে। ২০২২ সালের মধ্যে সকলের মাথায় ছাদ থাকবে।


নবতম জুমলা (নম্বর তিন): প্রধানমন্ত্রী হিসেবে মোদীর তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত।

প্রথম দুটি প্রতিশ্রুতি মোদী, তাঁর প্রথম ও দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীত্বে দিয়েছিলেন। যা আজও পূরণ হয়নি। অন্যদিকে, আরেকটি লোকসভা নির্বাচন আসন্ন। সেই সুবাদে ফের এক প্রতিশ্রুতি দিলেন মোদী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #PM Modi, #speech, #Manipur Issue, #Controversy

আরো দেখুন