কীভাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালন করল সুন্দরবন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ম্যানগ্রোভ রোপণের মাধ্যমে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালন করল সুন্দরবন। ম্যানগ্রোভ দিবস উপলক্ষ্যে সুন্দরবনে ১০ হাজার ম্যানগ্রোভ গাছ বসালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বনবিভাগের আধিকারিকরা এই উদ্যোগে সামিল ছিলেন। আগামী সাতদিন এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।
বুধবার কুলতলির কৈখালি রামকৃষ্ণ মিশন আশ্রম সংলগ্ন এলাকায় মাতলা নদীর ধারে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আগামী বছরের মধ্যে সুন্দরবনে ১ কোটি ম্যানগ্রোভ রোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ৫ জুন ২ লক্ষ চারা বসানো হয়েছিল। ম্যানগ্রোভ দিবসে হেরোভাঙা, মাতলা, নামখানা, কুলতলি, পাথরপ্রতিমা, রায়দিঘি রেঞ্জে ১০ হাজার ম্যানগ্রোভ বসানো হয়েছে। ম্যানগ্রোভ রক্ষা করতে প্রশাসনিক কমিটি করা হয়েছে। নজরদারি চলছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।