প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে জয়ী ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ব্রিজটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে অলআউট করল টিম ইন্ডিয়া। টসে জিতে রোহিত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। অধিনায়ক শাই হোপ (৪৫ বলে ৪৩) সর্বোচ্চ স্কোরার ছিলেন। ভারতের হয়ে, কুলদীপ যাদব (৪/৬) চারটি উইকেট নিয়েছেন এবং রবীন্দ্র জাদেজা (৩/৩৭) তিনটি উইকেট নেন। এই ম্যাচে অভিষেককারী মুকেশ কুমার (১/২২), হার্দিক পান্ড্য (১/১৭) এবং শার্দুল ঠাকুর (১/১৪)ও একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৩ ওভারে ১১৪ অলআউট। ইনিংসের শুরুতে নামেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি।
ব্যাট করতে নেমে ভারত প্রথম উইকেট হারায় ১৮ রানে। জেডেন সিলসের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যায় শুভমন গিল। ৭০ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। ভারতের স্কোর যখন ৯৪ রান, ঈশান কিষাণ ৫২ রান করে আউট হয়। ৯৭ রানের মাথায় ভারত হারায় পঞ্চম উইকেট। ভারতকে ২৩ ওভারে ওভারে জয় এনে দেয় রবীন্দ্র জাদেজা(১৬ রান) ও রোহিত শর্মা(১২ রান)। ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১-০ সিরিজে এগিয়ে গেল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেয় সিলস ও ক্যারিয়া ও ২টি উইকেট নেয় মতি।