নোটের নম্বর প্যানেলে ‘তারা চিহ্ন’ বৈধতা নিয়ে জল্পনা, কী জানাল RBI?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নোটের সিরিয়াল নম্বরের ঠিক মাঝখানে জ্বলজ্বল করছে একটা ‘তারা চিহ্ন’! ভাবছেন এরকম তো থাকে না কোনও নোটে! তাহলে নোটগুলো কি জাল? সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকার নোটে ‘তারা চিহ্ন’ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় যেখানে দাবি করা হয় নোটটি জাল। ছড়িয়ে পড়ে সেই পোস্ট। বিভ্রান্তি ছড়ায় নোটটি নিয়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে দোকান-বাজার-হাটে কেউ নিচ্ছে না এইরকম নোট।
আরবিআইয়ের নজরে আসতেই প্রেস বিবৃতি জারি করে জানাল এই ‘তারা চিহ্ন’ নোটগুলি মোটেও জাল নোট নয় বরং বৈধ নোট। এই চিহ্ন থাকা মানে বুঝতে হবে এইগুলি পুনর্মুদ্রিত নোট বা বদল করা হয়েছে নোটগুলি।
আরবিআই বিবৃতিতে এটাও জানাচ্ছে এই তারা চিহ্নটি নোটের নম্বরে প্রথম তিনটি অক্ষরের পরেই থাকবে।
আরবিআই জানায় ২০০৬ সালে ‘তারা চিহ্ন’ সিরিজের নোট বাজারে নিয়ে এসেছিল তারা। ১০,২০, ৫০ টাকায় এইরকম ‘তারা চিহ্ন’ দেখা যেত।