বিনোদন বিভাগে ফিরে যান

উফফ অঙ্ক কি কঠিন! স্কুল জীবনে গণিতে কত পেয়েছিলেন রণবীর?

July 28, 2023 | 2 min read

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের সুপারহিট স্টারদের মধ্যে অন্যতম রণবীর সিং। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর জীবনের অন্যতম বড় বাজেটের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে অভিনয়ে তিনি যতটা এগিয়ে, ততটা এগিয়ে ছিলেন না পড়াশোনায়। রণবীর জানান, তিনি পড়াশোনায় দুর্বল ছিলেন।

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram

স্কুল জীবনে তাঁর অঙ্কের নম্বরের এমন দশা ছিল, নিজে সে কথা তিনি নিজ মুখে না জানালে কেউ জানতেই পারত না।

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram

সম্প্রতি পড়ুয়াদের কাছে ছবি প্রচার করতে গিয়েছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। সেখানেই রণবীর জানান এই অজানা তথ্য।

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram

রণবীর নিজের গণিত-ভীতির কথা স্বীকার করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘‘১০০-তে শূন্যর নীচে কোনওদিনও কেউ নম্বর আনতে পেরেছে? আমি পেরেছি।’’

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram

ক্লাসে বেশি কথা বলার জন্য শিক্ষকের থেকে শাস্তি পেয়েছিলেন রণবীর। তিনি বলেছেন,‘‘যে অঙ্কে ১০০-তে শূন্য, গোল্লা পেয়েছে, বেশি কথা বলার জন্য সে আবার মাইনাস ১০ নিয়ে এসেছে। অর্থাৎ ১০০-তে মাইনাস ১০ পেয়েছিলাম আমি।’’

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram

তবে তাঁর অভিনীত ছবি বক্স অফিসে নম্বর আনার ক্ষেত্রে কোনও খামতি রাখবে না, সে বিষয়ে প্রত্যয়ী রণবীর।

রণবীর সিং, ছবি সৌজন্যে-ranveersingh/instagram
TwitterFacebookWhatsAppEmailShare

#Mathematics, #Ranveer Singh, #Remarks, #School Life

আরো দেখুন