← রাজ্য বিভাগে ফিরে যান
শিয়ালদহ-বনগাঁ লাইনে ব্যাহত ট্রেন চলাচল, সমস্যায় নিত্যযাত্রীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য শিয়ালদহ-বনগাঁ লাইনে ব্যাহত হল ট্রেন চলাচল। বনগাঁ থেকে ছাড়ার পর বামনগাছিতে গিয়ে আটকে যায় একটি ট্রেন। মাঝপথেই নেমে যেতে হয় যাত্রীদের। সকাল ৭টা নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে সব ট্রেনই এক ঘণ্টা দেরিতে চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
হাজার হাজার যাত্রী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাতায়াত করেন শিয়ালদহ-বনগাঁ লাইনে। সেই রুটে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিপাকে পড়তে হয় নিত্যাত্রীদের।
ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে খবর।