বিনোদন বিভাগে ফিরে যান

বাংলা লোক সংগীত এবার বলিউডে! প্রকাশ্যে এই ছবির বাউল গানের রিমিক্স

July 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাউল গান বাংলার ঐতিহ্য। লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা বাউল। এই গানের সুর বাঁধতে পারে ভারত তথা বিশ্বের মানুষকে। এই সুরের মায়া ও এক ভিন্ন ধারার পরিবারের বন্ধন নিয়েই নতুন ছবি ‘ট্রায়াল পিরিয়ড’।

আলেয়া সেন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে থাকছেন জেনেলিয়া ডি সুজা দেশমুখ। এছাড়াও রয়েছেন শক্তি কাপুর, মানব কৌল, শিবা চাড্ডা, স্বরূপা ঘোষ, বরুণ চন্দ এবং জিদান ব্রাজ।

হিন্দি ছবিটিতে বাংলার একটি জনপ্রিয় বাউল গানের রিমিক্স ব্যবহার করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে‘গোলেমালে’। প্রেমের এক আকুলতা ধরা পড়েছে এই গানে।

ছবিটির ‘গোলমালে’র টাইটেল ট্র্যাকও প্রকাশ পেয়েছে। সাধারণত বলিউডে এমন বাউলের রিমিক্স দেখা যায় না। বলা বাহুল্য, এটি ভিন্ন ধারার একটি কাহিনী। ইতিমধ্যেই ‘জিও সিনেমা’তে ‘ট্রায়াল পিরিয়ড’-এর প্রিমিয়ার প্রকাশ্যে এসেছে।

শ্রেয়া ঘোষাল, দেব নেগী এবং কৌশিক গুড্ডুর মতো নামকরা শিল্পীরা এই গানে কন্ঠ দিয়েছেন। অনুরাগীদের কাছে গানটি এরমধ্যেই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। গুড্ডুর রেপ সেগমেন্ট গানটিতে একটি আলাদা টুইস্ট যোগ করেছে।

ছবিতে জেনেলিয়ার লুক বেশ মনে ধরেছে ভক্তদের। একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছে ‘অদিতি।

ট্রায়াল পিরিয়ডের এই সুরেলা গানটি শ্রোতাদের কাছে আবেগের এক নিখুঁত মিশ্রণ গড়ে তুলেছে। ছবি নির্মাতাদের আশা, গানের এই রিমিক্স সব বয়সী শ্রোতাদের আকৃষ্ট করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trial Period, #Golemale, #Bengali Folk Song, #Baul Gaan

আরো দেখুন