খেলা বিভাগে ফিরে যান

আজ সিরিজে সমতা ফেরত মরিয়া ওয়েস্ট ইন্ডিজ, ফুটছেন কুলদীপ,জাদেজারাও

July 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার, ২৯ জুলাই বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ২০২৩ সিরিজের দ্বিতীয় ODI-তে সফররত ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে ভারত। ভারত সেই ম্যাচটি পাঁচ উইকেটে জেতে। দ্বিতী ম্যাচেও জয় ধরে রাখতে চাইবে সফরকারীরা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজ সমতা ফেরাতে এবং কিছুটা মর্যাদা পুনরুদ্ধার করতে মরিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে।

কেনসিংটন ওভালের পিচ হবে মন্থর। আগের ম্যাচে দক্ষ গেছে যে উইকেটে কিছুটা আর্দ্রতা ছিল কিন্তু নীচে শুকনো ছিল। খেলা যত এগিয়ে যাবে, স্পিনারদের জন্য সুবিধা থাকবে। ব্যাটারদের ধৈর্য ধরতে হবে এবং মোট ২৫০-২৬০ জয় আনার মতো স্কোর হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ দলে ইয়ানিক ক্যারিয়ার জায়গায় সুযোগ পেতে পারেন কেভিন সিনক্লেয়ার।

ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশ

রোহিত শর্মা (সি), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, এবং উমরান মালিক।

ওয়েস্ট ইন্ডিজ-এর সম্ভাব্য প্লেয়িং একাদশ
ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (সি এবং উইকে), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেকস, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস এবং গুদাকেশ মতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs WI, #Cricket

আরো দেখুন