খেলা বিভাগে ফিরে যান

CFL 2023: রুদ্ধশ্বাস ম্যাচে পিয়ারলেসকে হারাল সাদা কালো ব্রিগেড

July 30, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: Twitter/Mohammedan SC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগে শেষ মিনিটের ম্যাজিক্যাল গোলে জিতে গেল মহমেডান। রবিবার ঘরের মাঠে টানটান ম্যাচে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল সাদা কালো ব্রিগেড। মহমেডানের হয়ে গোল করলেন ডেভিড লালানসাঙ্গা এবং সামাদ আলি মল্লিক।

ম্যাচের শুরু থেকেই সেয়ানে টক্কর দেয় দুই দলই। পিছিয়ে পড়ার পরেও দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসে মহামেডান। ঘরের মাঠে খেলতে নেমেও বিপক্ষের দাপটে চাপে পড়ে যায় মহামেডান। মাত্র ৪ মিনিটের মধ্যে গোল ফিরিয়ে দেয় পিয়ারলেস। ২৬ মিনিটের মাথায় সমতা ফেরায় মহামেডান। গোল করেন ডেভিড। প্রথমার্ধে ফলাফল হয় ১-১ ।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একে অপরকে জোর টক্কর দিতে থাকে দুই দল। তবে মহামেডানের চেয়েও বেশি আক্রমণ ছিল পিয়ারলসের। দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্তও গোল আসেনি দুই দলের কোনও খেলোয়াড়ের পা থেকেই। ইনজুরি টাইম শুরু হওয়ার পর ৯৮ মিনিটে গোল করেন দলের অধিনায়ক সামাদ। এই ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মহামেডান। ১৩ পয়েন্ট পেয়ে মোহনবাগানের সমান পয়েন্ট হল সাদা কালো ব্রিগেডের।

TwitterFacebookWhatsAppEmailShare

#CFL 2023, #Peerless, #CFL, #Mohammedan SC

আরো দেখুন