দেশ বিভাগে ফিরে যান

বাড়ল প্রতিবাদের ঝাঁঝ! মণিপুর থেকে ফিরেই নয়া অঙ্গীকার টিম INDIA-র

July 30, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হিংসাবিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি সরেজমিনে দেখে এসে মোদী সরকারের বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ হলেন INDIA -র সাংসদেরা। মণিপুরের নির্যাতিতা পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার সাথে সাথে মোদী সরকারের নিস্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে তোপ দাগেন জোটের প্রতিনিধিদল। এছাড়াও আজ সে রাজ্যের রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

মণিপুর থেকে ফিরে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদের অঙ্গীকার করলেন টিম ইন্ডিয়া। বিরোধী জোটের পক্ষ থেকে মণিপুরের প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি, সিপিএমের এএ রহিম, জেডিইউয়ের লালন সিংহ, আরজেডির মনোজ ঝা, জাভেদ আলি খান, শিবসেনা (বালাসাহেব) অরবিন্দ সাওয়ন্ত, আরএলডির জয়ন্ত চৌধুরী, ভিসিকের থল তিরুমালব্যনের মতো সাংসদেরা।

তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মণিপুরের জনতার দূর্দশার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে তোপ দাগেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দিন দিন মণিপুরের মানুষ দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব করছেন। পার্লামেন্টে, তাদের কণ্ঠস্বর পটভূমিতে ম্লান হয়ে গেছে বলে মনে হচ্ছে। বিজেপির জঘন্য রাজনীতির জন্য তারা কান্নায় ডুবে গেছে। “

মণিপুরের বিজেপির জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন যে, “মণিপুরের নাগরিকদের আশ্বস্ত করা দরকার যে তাদের ভুলে যাওয়া হবে না, তাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হবে এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনা হবে। তারা এমন প্রতিনিধিদের প্রাপ্য যারা তাদের ক্ষত নিরাময়ের জন্য শোনে, বোঝে এবং দৃঢ় পদক্ষেপ নেয়।”

পরিশেষে মণিপুরের সংহতি বজায় রাখতে মোদী সরকারের হস্তক্ষেপ ও বিবৃতির দাবিতে নিরলস লড়াইয়ের অঙ্গীকার করেন এই তৃণমূল সাংসদ। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের তিনি জানান, INDIA সংঘাত-বিধ্বস্ত রাজ্যের জনগণের সাথে অবিচল সংহতির অঙ্গীকার করেছে, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের জন্য সংসদ অধিবেশনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে লড়াই করার অঙ্গীকার করেছে। “

প্রসঙ্গত, শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। বিরোধীদের অভিযোগ মণিপুর নিয়ে আওয়াজ তুলতে গেলেই মাইক মিউট করে দেওয়া হয়েছে। মণিপুর ইস্যুতে প্রতিবাদ করলে  তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের সাথে অশোভন বাক্য ব্যবহার করেন  রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বরখাস্ত করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংহকে। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চাইলে অপদস্ত হতে হচ্ছে তৃণমূল সাংসদদের। বিরোধীদের অভিযোগ, যেমন করেই হোক মণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে চাইছে বিজেপি সরকার। অপরদিকে বিরোধীরাও মোদী সরকারের বিরুদ্ধে বাড়িতে চলেছে আক্রমণের ঝাঁঝ। এর শেষ কোথায়? মোদী কি শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে সংসদে বিবৃতি দেবেন? তা কেবল সময়‌ই বলে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Manipur, #Oppositions, #Manipur violence

আরো দেখুন