নিখোঁজ প্রধানমন্ত্রী ‘কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে’! আক্রমণ টিম INDIA-র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতিগত হিংসায় জর্জরিত মণিপুরে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগল বিরোধী জোট INDIA। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এই ২১ জন সাংসদের বিরোধী জোট মণিপুরে যান । জোটের প্রতিনিধিরা গতকাল শনিবার প্রথমে ইম্ফলে যান। এরপর তাঁরা দু’টি দলে ভাগ হয়ে হেলিকপ্টারে চূড়াচাঁদপুরে পৌঁছন। সেখান থেকে মণিপুরের পাহাড় ও উপত্যকা অঞ্চলের নানা জায়গায় সফর করেন এই বহু-দলীয় প্রতিনিধি দল।
বিরোধী জোটের একটি দল প্রথমে যায় চূড়াচাঁদপুর কলেজের বয়েজ হস্টেলের ত্রাণ শিবিরে। ডন বসকো স্কুলের ত্রাণ শিবিরে যায় অপর একটি টিম। চূড়াচাঁদপুর থেকে ইম্ফলে ফিরে দলটি সড়কপথে যায় বিষ্ণুপুর জেলার মৈরাং কলেজে। সেখানে INDIA-র প্রতিনিধিরা কথা বলেন মেইতেই সম্প্রদায়ের দুর্গত মানুষজনের সঙ্গে।
INDIA-র (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) প্রতিনিধি দলে কংগ্রেসের অধির চৌধুরী, তৃণমূলের সুস্মিতা দেব ছাড়াও আছেন জেএমএমের মহুয়া মাজি, ডিএমকের কানিমোঝি, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী, আরজেডির মনোজ ঝা, আরএসপি নেতা এম কে প্রেমচন্দ্রন, জেডিইউ’র রাজীবরঞ্জন সিং (লালন) , সিপিআই নেতা পি সন্তোষ কুমার, সিপিএমের এ এ রহিম সহ অন্যান্যরা।
ইম্ফল থেকে চূড়াচাঁদপুর যাওয়ার আগে এই জোটের কংগ্রেসের এক নেতা স্পষ্ট করে বলেন যে, ‘ওরা (মোদী সরকার) সিবিআই তদন্তের কথা বলছে। আমি জানতে চাই, ওরা কি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে এতদিন?’। তাঁর আরও সংযোজন, ‘হিংসার শিকার হওয়া মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা বুঝতে আমরা এখানে এসেছি। আমরা চাই, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হোক। শান্তি ফিরুক। মণিপুরে যা হচ্ছে, গোটা পৃথিবী সেদিকে নজর রাখছে। সামগ্রিকভাবে গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের সবাইকে একসঙ্গে শান্তিপূর্ণ সমাধানের খোঁজ করতে হবে। রাজনীতি করতে আমরা এখানে আসিনি।’ এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য তৃণমূলের সুস্মিতা দেব বলেন, ‘প্রত্যেকের কথাই শুনতে হবে। আমরা কুকি ও মেইতেই— দুই সম্প্রদায়ের মানুষের সঙ্গেই কথা বলব।’
প্রসঙ্গত, গত ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী ছিল মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পুরোপুরি তা স্বাভাবিক হয়নি। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে বহু মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। রেহাই পাচ্ছে না মহিলা ও শিশুরাও। সম্প্রতি মণিপুরে তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো এবং গণধর্ষণের ঘটনা সামনে এসেছিল। এ নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই ঘটনার বিভীষিকাময় এক ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। গোটা দেশ সেই ভিডিও দেখে স্তম্ভিত হয়েছিল। অপরদিকে সংসদে এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির দাবিতে সরব বিরোধী দল, চলছে বিক্ষোভ প্রদর্শন। ‘নিখোঁজ প্রধানমন্ত্রী’-র বিরুদ্ধে সংসদে আনা হয়েছে অনাস্থা প্রস্তাবও। যদিও মণিপুর নিয়ে সংসদে একটি কথাও শোনা যায়নি তাঁকে।