বিনোদন বিভাগে ফিরে যান

স্বামীর প্রয়াণের পর সমকামী সম্পর্কে ছিলেন বলিউডের এই আইকনিক অভিনেত্রী?

July 30, 2023 | 2 min read

বলিউডের আইকনিক অভিনেত্রী রেখা,ছবি সৌজন্যে-instagram/@legendaryrekha

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেখার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সমাজ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। তাঁর সেক্রেটারি, ফারজানার সাথে ‘লিভ-ইন’ সম্পর্কের মিথ্যা খবর ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর থেকেই বলিউডের এই আইকনিক অভিনেত্রী শিরোনামে এসেছেন। যদিও রেখা ১৯৯০ সালে তার ব্যবসায়ী-স্বামী মুকেশ আগরওয়ালের প্রয়াণের পর কাউকে বিয়ে করেননি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই মিডিয়ায় বিতর্কের বিষয় হয়েছিল।

বলিউডের আইকনিক অভিনেত্রী রেখা,ছবি সৌজন্যে-instagram/@legendaryrekha

নানা আলোচনা নিয়ে বলিউড যখন উত্তাল, ঠিক সেই সময়ে এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যাতে আরও একবার উস্কে দিয়েছে সমকামের জল্পনা। ভিডিয়োটি ২০০৪ সালের। সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকার সাক্ষাৎকারে রেখাকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, পাল্টা রেখা জিজ্ঞাসা করেন, “একজন পুরুষকে?” সিমি ‘নিশ্চয়ই, মহিলাকে নয় নিশ্চয়ই’ বলতেই রেখা ভুরু উঠিয়ে উত্তর দেন, “কেন নয়”? এর পরেই তিনি বলেন, “মনে মনে আমি নিজেকে বিয়ে করে নিয়েছি। আমার কাজ ও আমার পেশাকে আমি ভালবেসে ফেলেছি। আমি নিষ্ঠুর নই।”

বলিউডের আইকনিক অভিনেত্রী রেখা,ছবি সৌজন্যে-instagram/@legendaryrekha

রেখা, যিনি এক সময়ে অমিতাভ বচ্চনের সাথেও তাঁর রোমান্টিক সম্পর্কের কথা কারও অজানা নয়। ১৯৯০ সালের মার্চ মাসে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সাথে গাঁটছড়া বাঁধেন রেখা, কিন্তু তাদের বিয়ের সাত মাস পরে দুঃখজনকভাবে আত্মহত্যা করেন তাঁর স্বামী। গলায় জড়ানো ছিল রেখারই ওড়না। সে সময় সব দায় গিয়েছিল রেখার উপর। শুরু হয়েছিল হুইচ হান্টিং।

বলিউডের আইকনিক অভিনেত্রী রেখা,ছবি সৌজন্যে-instagram/@legendaryrekha

এমনকি এটাও গসিপ ছিল ফরজানার সঙ্গে তাঁর সম্পর্ক সহ্য করতে না পেরেই নাকি প্রয়াত হয়েছেন মুকেশ। যদিও মুকেশ তাঁর সুইসাইড নোটে স্পষ্টতই জানিয়ে দেন, তাঁর মৃত্যুতে কেউ দায়ী নয়। যদিও সে সব বহু পুরানো দিনের কথা। বর্তমানে রেখা আইকন। দেশ জুড়ে তাঁর অনুগামীদের সংখ্যা প্রচুর, দেশের বাইরেও তার ব্যাপ্তি লক্ষ্য করা যায়।

বলিউডের আইকনিক অভিনেত্রী রেখা,ছবি সৌজন্যে-instagram/@legendaryrekha
TwitterFacebookWhatsAppEmailShare

#Married, #Personal Life, #Rekha

আরো দেখুন