দেশ বিভাগে ফিরে যান

নামেই ‘বেটি বাঁচাও’? গত তিন বছরে দেশে নিখোঁজ ১৩ লক্ষ কন্যা

July 31, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বলে স্লোগান তুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে দেশে নারী নিরাপত্তা বড়সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে, বলছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টই। প্রায় ১৩ লক্ষ ১৩ হাজার মহিলা ও কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছেন ২০১৯-’২১ থেকে, অর্থাৎ গত তিন বছরে। সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে নিখোঁজ হওয়ার তালিকায় শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ।

সংসদে গত সপ্তাহেই এই রিপোর্ট পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যা কী না ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে।

গত তিন বছরে ১৮ বছরের বেশি বয়সি নিখোঁজ মহিলার সংখ্যা ১০ লক্ষ ৬১ হাজার ৬৪৮, আর নাবালিকা নিখোঁজ হয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৪৩০ জন, জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য থেকে।

তালিকায় শীর্ষে থাকা মধ্যপ্রদেশ থেকে ১ লক্ষ ৬০ হাজার ১৮০ জন মহিলা ও ৩৮ হাজার ২৩৪ জন নাবালিকা নিখোঁজ হয়েছেন। পশ্চিমবঙ্গে সংখ্যাটি যথাক্রমে ১ লক্ষ ৫৬ হাজার ৯০৫ ও ৩৬ হাজার ৬০৬। নিখোঁজ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র ও ওড়িশা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Rajya Sabha, #Women, #girls, #Minister of State for Home Affairs, #Ajay Kumar Mishra

আরো দেখুন