খেলা বিভাগে ফিরে যান

INDvsWI-এর শেষ ম্যাচে ভারতকে ভাবাচ্ছে ব্যাটিং লাইন আপ?

August 1, 2023 | 2 min read

শেষ ম্যাচে ভারতকে ভাবাচ্ছে ব্যাটিং লাইন আপ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নির্ণায়ক ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। খেলা হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। বর্তমানে সিরিজ ১-১ সমতায় রয়েছে। এমন পরিস্থিতিতে আজ যে জিতবে, সেই সিরিজ নিজেদের পকেটে পুরবে। প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল পাঁচ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার বিষয় হল এই সিরিজ কারা জেতে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকাদের বসিয়ে তরুণদের উপর ভরসা রাখার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের কাছে। কার্যত ফাইনাল হিসেবেই দেখছে দুই শিবির। ২০০৬ সালের পর ভারত কখনও ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারেনি । সেই ধারা কি এবারেও বজায় রাখতে পারবে ভারত? কৌতূহলী ক্রিকেট বিশ্ব।

চলতি সিরিজে ওপেনার হিসেবে দুই ম্যাচেই সাফল্য পেয়েছেন ঈশান কিষান। হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক হাফ-সেঞ্চুরি। তাই রোহিত ফিরলে তাঁর ব্যাটিং অর্ডার কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েগেছে। সেক্ষেত্রে সম্ভবত মিডল অর্ডারে নামবেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিরাট কোহলির সামনেও রয়েছে নিজের তাঁর ফর্ম যাচাই করার সুযোগ।
ভারতের পেস আক্রমণ এখনও নড়বড়ে। অনভিজ্ঞতা একটা বড় কারণ। নতুন বলে হার্দিক পান্ডিয়া খুব একটা কার্যকরী নন। তাছাড়া পুরো ১০ ওভার বল করার মতো পরিস্থিতিতেও নেই তিনি। তবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তাঁদের স্পিনের ছোবলে হুড়মুড়িয়ে ভেড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। এই ম্যাচে যুজবেন্দ্র চাহালের খেলার সম্ভাবনাও রয়েছে।

অপরদিকে আজ মরিয়া হয়েই মাঠে নামবেন ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থতার ক্ষতে প্রলেপের আশায় সিরিজ জিততে চাইবেন তাঁরা। দুরন্ত ফর্মে রয়েছেন অধিনায়ক হোপ। দলে আছেন শিমরন হেটময়ারের মতো মারকুটে ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ শিবির তাই আত্মবিশ্বাসে ফুটছে। ভারতকে অলআউট করা বোলিং-ই তাঁদের ভরসা দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #West Indies

আরো দেখুন