টুইটারের সদর দপ্তরের ‘X’ লোগোটি সরিয়ে দিল প্রশাসন, কেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টুইটারের লোগো বদল হয়েছে। পাখির বদলে এসেছে ইংরেজি অক্ষর ‘X’। আর এবার টুইটারের নয়া রূপ নিয়ে বড় ঘোষণা করেছেন মালিক ইলন মাস্ক। নীল-সাদা ‘থিম’-এর বদলে টুইটারের নয়া ‘থিম’ শীঘ্রই স্থায়ী ভাবে কালো হয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী।
কিন্তু এরমধ্যেই নতুন সমস্যায় টুইটার! সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দপ্তরের ‘X’ লোগোটি সরিয়ে দিল প্রশাসন। জানা গিয়েছে, ওই এলাকার বাড়িগুলি থেকে ২৪টি অভিযোগ জমা পড়ে টুইটারের নয়া লোগোর বিরুদ্ধে।
গত ২৪ এপ্রিল এই বদলের সঙ্গে সঙ্গেই সান ফ্রান্সিসকোয় টুইটারের সদর দফতরের ছাদে বসানো হয়েছিল নতুন প্রতীকের সুবিশাল আলোর সাইনবোর্ড। কিন্তু এক সপ্তাহের মধ্যে নিভিয়েও ফেলতে হল সেই আলো।
প্রবল আলো ঝলমলে লোগোটি বসানোর পরেই নানা আপত্তি ওঠে। বিল্ডিংয়ের আশেপাশের বাসিন্দাদের একাংশের মতে, রাতের বেলা প্রবল আলোর কারণে সমস্যায় পড়ছেন তাঁরা। এছাড়াও অন্যদের মতে, যেভাবে বিরাটাকায় X লোগোটি বিল্ডিংয়ের উপর বসানো হয়েছে তা খুবই বিপজ্জনক। যেকোনও সময়ে লোগোটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।