← রাজ্য বিভাগে ফিরে যান
অবেশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি? দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ফলে কিছুটা বৃষ্টির বিপুল ঘাটতি মিটতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার জেরে আজ ও কাল বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জারি হয়েছে কমলা সতর্কতা।