গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টিতে ভাসবে বঙ্গের এই ৯ জেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতকালই গভীর নিম্নচাপে রূপান্তরিত রয়েছে। যার জেরে গতকাল বঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজও ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ।
উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার পুরুলিয়া, এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪-৫ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।