রাজ্য বিভাগে ফিরে যান

স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলার ‘তন্তুজ’

August 2, 2023 | < 1 min read

স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলার ‘তন্তুজ’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতি বছরই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে দেশের অন্যতম থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘স্কচ গ্রুপ’। আগেও পশ্চিমবঙ্গ সরকারকে স্বীকৃতি দিয়েছে তারা। ইতিমধ্যেই রাজ্যের অনেকগুলি প্রকল্পকেই তারা পুরস্কৃত করেছে।

এবার স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্য সরকারের তাঁতবস্ত্র বিপণনী ‘তন্তুজ’। জানা গিয়েছে, হস্তশিল্প এবং তাঁত শিল্পের প্রসার ঘটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার ‘স্কচ অ্যাওয়ার্ড’ দেওয়া হল রাজ্য সরকারের তন্তুজকে। এর আগেও তন্তুজের ঝুলিতে এসেছে একাধিক সম্মান। গত বছর জাতীয় হ্যান্ডলুম দিবসে কেন্দ্রের থেকে এই পুরস্কার পেয়েছে তন্তুজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #SKOCH Award, #Tantuja

আরো দেখুন