বাংলাকে কেন্দ্রের আর্থিক বঞ্চনা – নিন্দা প্রস্তাব বিধানসভায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গ রাজনৈতিক কারণেই একশো দিনের কাজ, আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত। শুধু কেন্দ্রীয় প্রকল্প নয় ঘূর্ণিঝড় আম্পান বা ইয়াসের ধ্বংসলীলার ফলে ক্ষতিপূরণ, পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন খাতে বরাদ্দ, জিএসটি (GST) বাবদ ক্ষতিপূরণেও রাজ্যকে বছরের পর বছর বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের মোদী সরকার।
মঙ্গলবার বিধানসভায় রীতিমতো পরিসংখ্যান পেশ করে এই বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বা বিজেপি যাই যুক্তি দিক না কেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলাকে ভাতে মারার এই কৌশল।
বিভিন্নভাবে বাংলাকে কেন্দ্রের বঞ্চনার নিন্দা করে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বিধানসভায় এদিন এক নিন্দা প্রস্তাব আনা হয়। শাসক ও বিরোধী দলের একাধিক বিধায়ক সেই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। আলোচনার শেষে ধ্বনিভোটে নিন্দা প্রস্তাব সভায় গৃহীত হয়।