বিবিধ বিভাগে ফিরে যান

জেনে নিন ৪০০ বছরের প্রাচীন করদহের শিব মন্দিরের ইতিহাস

August 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তপন থানার একটি প্রাচীন গ্রাম করদহ। এখানে প্রাচীন পুরাকীর্তির অনেক নিদর্শন রয়েছে । তারমধ্যে শিব মন্দির উল্লেখ্য। করদহের কাঁটাবাড়িতে রয়েছে টেরাকোটার প্রাচীন এই শিব মন্দির। ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরটিতে দেখতে পাওয়া যায় পোড়ামাটির সুন্দর কাজ।

জনশ্রুতি,বান শ্রীকৃষ্ণের যুদ্ধে বাণ রাজার ১০০০ হাতের মধ্যে ৯৯৮ টি হাত কাটা যায়। এই জায়গায় সেই হাত দাহ করা হয় বলেই এর নাম হয় করদাহ বা করদহ।

এখানে দিনাজপুর রাজ প্রাণনাথ প্রতিষ্ঠিত “গোপাল জিউ মন্দির” ছিল তা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে । অষ্টাদশ শতকের প্রথমদিকে দিনাজপুর রাজা প্রাণনাথ রায় প্রতিষ্ঠা করেছল এই মন্দির। টেরাকোটার কারুকার্য করা এই শিব মন্দিরটি করদহের শিব মন্দির নামে প্রসিদ্ধ।

অর্ধভগ্ন এই মন্দির গাত্রে দেখা যায় সুন্দর নকশা করা এবং রাম, লক্ষণ, সীতা ও হনুমানের খোদাই করা মূর্তি। এক শতাব্দী আগে এখানেই প্রাচীন কষ্টি পাথরের বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kardah Shiva temple, #Shiva temple

আরো দেখুন