দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ টিম INDIA-র, মণিপুর নিয়ে কী জানালেন তাঁরা?

August 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বুধবার হিংসাদীর্ণ মণিপুর নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন INDIA জোটের প্রতিনিধিদল। কেন প্রধানমন্ত্রী মোদী সংসদ এড়িয়ে চলছেন, সে বিষয়েও রাষ্ট্রপতিকে অভিযোগ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে জাতিদাঙ্গায় অশান্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি সংশোধনের জন্য মণিপুরের দুটি ভিন্ন সম্প্রদায়ের দু’জন সাহসী মহিলাকে রাজ্যসভায় পাঠানোর জন্য (রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত)।

তাছাড়া টিম INDIA-র সদস্যের সাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে দেওয়া হয় বলে জানা গেছে। বিরোধী জোটের পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

INDIA জোটের তরফে আজ বুধবার উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডঃ ফারুক আবদুল্লাহ, রাজীব রঞ্জন (লালন), ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় সিং, কানিমোঝি, সঞ্জয় রাউত, রামগোপাল যাদব প্রমুখরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #opposition, #Manipur, #President of India, #Manipur violence

আরো দেখুন