দেশ বিভাগে ফিরে যান

সাধারণ জনতার ওপর সার্জিক্যাল স্ট্রাইক! ফের কেরোসিনের দাম বাড়াল মোদী সরকার

August 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়াল গরিবের জ্বালানি কেরোসিন তেল। মোদী সরকারের আমলে অব্যাহত কেরোসিনের মূল্যবৃদ্ধি। চলতি মাসে এক ধাক্কায় কেরোসিন লিটারে প্রায় ৫ টাকা দাম বাড়ানো হয়েছে। এর আগে জুলাই মাসে দুই দফায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম লিটারে ৩০ পয়সা কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার। এর জেরে নাজেহাল সাধারণ মানুষ।

ইতিমধ্যে চলতি মাসে ৬৫ টাকা ৪২ পয়সা দরে কলকাতায় রেশনে কেরোসিন বিক্রির জন্য খাদ্যদপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বর্ধিত মূল্যের পরিপ্রেক্ষিতে এই মূল্য বৃদ্ধি। জেলাগুলিতেও কেরোসিনের দাম ঘোরা ফেরা করবে আশপাশে।

প্রসঙ্গত, বছর খানেক আগেই রেশনে কেরোসিনের দাম ছুঁয়েছিল ১০০ টাকা। বিরোধীদের চাপে মোদী সরকার পর্যায়ক্রমে কিছুটা দাম কমালেও কেরোসিনের দাম লিটারে ৬০ টাকার আশপাশে থাকে।

এ বিষয়ে কেরোসিন ডিলারদের সংগঠনের অভিযোগ, আগে দাম কিছুটা কমার জন্য গ্রাহকদের কেরোসিন কেনার আগ্রহ কিছুটা বেড়েছিল। কিন্তু ফের দাম বাড়ানোয় আবার চাহিদা কমবে মনে করা হচ্ছে। বাংলাকে ‘জব্দ’ করার জন্য মোদী সরকার কেরোসিনের দাম বাড়াচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #kerosene oil, #kerosene price hike

আরো দেখুন